ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৫৫

azwwsssসিটিএন ডেস্ক:

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রনাধীন বার্তা সংস্থা সাবা শনিবার এ তথ্য জানিয়েছে।

নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে গত মার্চ মাস থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরবজোট।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাবা জানিয়েছেন, তায়েজ প্রদেশে মোখা এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এই এলাকার অধিকাংশ বাসিন্দা হচ্ছে প্রকৌশলী, বিদ্যুৎ কর্মচারী ও কিছু ভাসমান পরিবার। হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসের শুরুতেই ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি সৌদি নেতৃত্বাধীন আরবজোটের পক্ষে চলে গেছে। গত সপ্তাহে বন্দরনগরী এডেন দখল করেছে সৌদি সেনারা। শুক্রবার এডেনের শেষ অবস্থান থেকে হুথি বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে সেনারা।


শেয়ার করুন