ইয়েমেনে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২৯

Yemenসিটিএন ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিএনএন এ খবর দিয়েছে।
তবে নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বিবিসি ১২ জন এবং হুতি বিদ্রোহীদের বরাত দিয়ে রয়টার্স ১০ জন নিহতের কথা বলেছে। বিবিসির খবরে বলা হয়েছে, সানার আল-বালিলি মসজিদে নামাজ পড়ার সময় ওই আত্মঘাতি হামলা চালানো হয়। রাজধানী সানা এখন দেশটির শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। রাজধানীর পুলিশ একাডেমির কাছে মসজিদটি অবস্থিত।
প্রসঙ্গত, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি ছয় মাস পর দেশে ফেরার দুই দিন পরই এ হামলার ঘটনা ঘটল। এর আগে তিনি নিরাপত্তার স্বার্থে সৌদি আরবে পালিয়ে যান।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।


শেয়ার করুন