ইয়েমেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান বান কি মুনের

মানবজমিন : ইয়েমেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন দেশটিতে লড়াইরত সব পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরে এবং একটি শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চরম খাদ্য সঙ্কটের আবর্তে থাকা দেশটিতে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে অচিরেই খাদ্য সহযোগিতা পৌঁছে দেয়ার অপরিহার্যতার বিষয়ে গুরুত্ব দেন তিনি। সৌদি আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী ইয়েমেনে হুদি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান শুরুর ৩ সপ্তাহ পর প্রথমবারের মতো এ ধরনের আহ্বান জানালেন মুন। মধ্যপ্রাচ্যের এ দেশটির উদ্ভূত খাদ্য সঙ্কট মোকাবিলায় সেখানে অবিলম্বে খাদ্য সহযোগিতা পৌঁছে দেয়ার অপরিহার্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরেন তিনি। মুন বলেন, সাম্প্রতিক সহিংসতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগে থেকেই মধ্যপ্রাচ্যের দরিদ্রতম রাষ্ট্র ইয়েমেন সঙ্কটের আবর্তে রয়েছে। আফ্রিকার দরিদ্রতম অংশগুলোর তুলনায় ইয়েমেন খাদ্য নিরাপত্তাহীনতায় মাত্রা ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক লড়াইয়ের ঘটনায় এ সঙ্কটগুলো আরও ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, সে কারণে আমি ইয়েমেনে সব পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছি। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে এক বক্তৃতায় এ আহ্বান জানান মুন। তিনি বলেন, সৌদি আরব আমাকে আশ্বস্ত করেছে, তারা উপলব্ধি করছে যে সঙ্কট সমাধানে অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে। আমি ইয়েমেনের সব নাগরিকদের সরল বিশ্বাসে এ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।


শেয়ার করুন