ইয়াবা হাত বদল কালে আটক-৪, দুই মোটর সাইকেল জব্দ

indexআমান উল্লাহ আমান, টেকনাফ

টেকনাফে বাড়ী ঘেরাও করে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে চারজন ইয়াবা ব্যবসায়ী আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, আট হাজার ১৯০ পিস ইয়াবা ও ২ টি মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে বিজিবি ও র‌্যাবের যৌথ টহল দল টেকনাফের চৌধুরীপাড়া গ্রামের মোঃ সেলিমের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
টেকনাফ ২ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী জানান, ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে বিজিবি-র‌্যাবের যোথ টিম টেকনাফের চৌধুরী পাড়ার মোঃ সেলিমের বাড়ী ঘেরাও করে অভিযান চালায়। এসময় আট হাজার ১৯০ পিস ইয়াবা, নগদ এক লক্ষ ৫৪ হাজার ৬৮০ টাকা, দুইটি মোটর সাইকেল জব্দ করা হয় এবং নিষিদ্ধ মাদক ইয়াবা বহন, ক্রয়-বিক্রয় ও হেফাজত রাখার দায়ে চার জন কে আটক করা হয়েছে। ধৃতরা হচ্ছে টেকনাফের চৌধুরী পাড়ার মোঃ জালাল আহম্মেদের পুত্র মোঃ সেলিম (৪০), উত্তর জালিয়াপাড়ার আব্দুল শুক্কুরের পুত্র সৈয়দ আলম (২৬), দরগারছড়া বদুর বাড়ীর মকবুল হোসেনের পুত্র আব্দুল মাজেদ (৩০) ও টেকের পাড়া আব্দুল সাত্তারের বাড়ীর আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২৮)।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্টধারায় মামলা দায়ের পূর্বক টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।


শেয়ার করুন