ইসলামে যে কাজ সর্বোত্তম

swaziland-400x266সিটিএন ডেস্ক:
মানুষ বেঁচে থাকার মৌলিক অধিকারের নামাই মানবাধিকার। যা আমাদের সংবিধানেও ২৭ থেকে ৪৫ অনুচ্ছেদে বলা আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনেও ঘোষণা করা হয়েছে সার্বজনীন মানবাধিকার সনদ। অবশ্য ইসলামের ইতিহাসে মানবাধিকারের ইতিহাস বহু পুরনো। সেই ৬২৪ খ্রি. মহানবী সা. ঘোষণা করেছিলেন ঐতিহাসিক মদিনা সনদ। যা মানবাধিকার অধ্যায়ের এক উজ্জ্বল সূচনা। ইসলাম বরাবরই মানবাধিকারের পথকে সুগম করেছে। বিশেষভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদির অধিকার নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকার। তাছাড়া বলা যায়, মানবাধিকার নিশ্চিত করাই ইসলামের মৌল চেতনা।
খাদ্য: হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুস আস রা. হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সা. কে জিজ্ঞাসা করল ইসলামের মাঝে সর্বোত্তম কাজ কোনটি? মহানবী সা. বললেন, ক্ষুধার্তকে খাবার দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। রিয়াদুস সালিহীন : ১/৮৪৯
বস্ত্র : কুরআনে বলা হয়েছে, হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি, সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারীর পোশাক। এটি সর্বোত্তম। সূরা আরাফ: ২৬
বাসস্থান : আল্লাহ তায়ালা বলেন,আর আল্লাহ তায়ালা ঘরকে তোমাদের জন্য বাসস্থান বানিয়েছেন। সূরা আন নাহল : ৮০
শিক্ষা : পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আলাক:১
অমুসলিমদের অধিকার: ইসলাম অমুসলিমদেরকে যথাযথ নিরাপত্তা ও অধিকার, শিক্ষার অধিকার, মান সম্মানের অধিকার, পরিবার গঠনের অধিকারসহ সব অধিকার নিশ্চিত করেছে।
ধর্মীয় অধিকার সম্পর্কে কুরআনে বলা হয়েছে, তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছাড়া, তা হলে তারা দৃষ্টতা করে অজ্ঞতাবশত: আল্লাহকে মন্দ বলবে। সূরা আনয়াম: ১০৭
অন্য আয়াতে আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই। সূরা বাকারা: ২৫
ন্যায় বিচারের অধিকার : ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইসলাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ক্ষেত্রে মুসলিম অমুসলিম সবার জন্য সমভাবে প্রযোজ্য ইসলামি আইন। কুরআনে বলা হয়েছে, বল, আমার প্রভু! আমাকে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। তোমরা যখন বিচার কর, ন্যায় বিচার করো। তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আদিষ্ট হয়েছি। সূরা শুআরা : ১৫
ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রা. তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে বলেছিলেন, আমি সৎপথে থাকলে আপনারা আমার সহযোগিতা করবেন। আর বিপথগামী হলে আমাকে সুপথে আনবেন।
লেখক : আলেম ও বাচিকশিল্পী


শেয়ার করুন