সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব--ব্যারিষ্টার মিজান সাঈদ

ইসলামাবাদে ইউছুপেরখীল ক্রীড়া সংস্থার সম্মেলন

downloadএম. বজলুর রহমান, ঈদগাঁও :

ঘুণে ধরা সমাজকে জাগিয়ে তুলতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। নিজ এলাকাকে সুন্দর, মাদকমুক্ত সমাজ হিসাবে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় সার্বিক উন্নয়ন সম্ভব। ইসলামাবাদ ইউছুপেরখীল ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ৩০ অক্টোবর বিকাল ৩টায় স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে সংগঠনের সদস্য গিয়াস উদ্দীনের কোরআন তেলাওয়াত ও নুর মোহাম্মদ নোমানের সভাপতিত্বে হাফেজ এম. বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিষ্টার মিজান সাঈদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামাবাদ প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় এমইউপি রশিদ আহমেদ, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মৌলানা নুরুল ইসলাম, মাষ্টার বেলাল উদ্দীন, ঈদগাঁও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক এহেছানুল হক, মাষ্টার জসিম উদ্দীন। এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মাষ্টার নুরুল ইসলাম, ছানা উল্লাহ, মোক্তার আহমদ, হাজী শহর মুল্লুক, মোক্তার আহমদ, নুরুল আজিম, মোস্তাক আহমদ, বেলাল উদ্দীন, সাহাব উদ্দীন, মিজানুর রহমান, জসিম উদ্দীন, লুৎফর রহমান, মোঃ কাউছার, আহছানুল হক প্রমুখ। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর কর্মকর্তারা।

 সভাপতি হিসাবে নুর মোহাম্মদ নোমান, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি এহেছানুল হক, সেক্রেটারী ওসমান গণি, সহ-সেক্রেটারী রাশেদুল হক, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন, সম্মিলিত ক্রীড়া সম্পাদক জামাল হোসেন, সহ-সম্পাদক (ফুটবল) গিয়াস উদ্দীন, সহ-সম্পাদক (ক্রিকেট) আমজাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জকরিয়া, সিনিয়র সদস্য আনিছুর রহমান, প্রচার সম্পাদক নেজাম উদ্দীন, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রেখে আসছে। গতবছর স্বেচ্ছাশ্রমে সংগঠনের সদস্যরা ঈদগাঁও বাজারের নালা নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উপজেলা বাস্তবায়নের দাবীতে র‌্যালী, স্থানীয় কবরস্থান সংস্কার, গরীব-অসহায় ছেলেমেয়েদের বিবাহের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন অনুদান দিয়ে আসছে সংগঠনটি।


শেয়ার করুন