ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে নিহত আরো চার

129372_1বুধবার জেরুজালেমের একটি ব্যস্ত রাস্তায় দুই ফিলিস্তিনি ছুরি হাতে পথচারী ইসরাইলি নাগরিকদের উপর হামলা চালিয়ে এক ইসরাইলিকে হত্যা করে। এসময় ইসরাইলি টহল দলের গুলিতে ওই দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয় বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে।

ফিলিস্তিনি দুই যুবকের লক্ষ্যে ছোঁড়া পুলিশের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক ইসরাইলি নাগরিকের বুকে বিদ্ধ হলে আরো এক ইসরাইলি নিহত হয়।

বুধবার জেরুজালেমের পুরাতন শহরের মূল প্রবেশপথ জাফা গেটের কাছে এই হতাহতের ঘটনা ঘটে বলে ইসরাইলি পুলিশ জানায়।

ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, ‘পুলিশের একটি টহল দল ছুরিহাতে আক্রমণরত দুই যুবককে গুলি করে নিরস্ত্র করার চেষ্টা করে। তবে গুলিতে ওই দুই ফিলিস্তিনি নিহত হয়েছে’।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরিকাঘাতে এক ইসরাইলি নিহত হয়েছে এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তৃতীয় আরেক ইসরাইলি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে।

গত তিন মাস যাবৎ ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে এখন পর্যন্ত ১২৫ ফিলিস্তিনি নাগরিক ও ২২ জন ইসরাইলি নিহত হয়েছে।

সূত্র: রয়টার্স, পিএনএন


শেয়ার করুন