ইরানের সাথে ছয় বিশ্বশক্তির ঐতিহাসিক চুক্তি

aaqwwwসিটিএন ডেস্ক:

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে ইরান ও ছয় বিশ্বশক্তি।

ইরানি কূটনীতিকরা মঙ্গলবার একথা জানিয়েছেন।

চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি হ্রাস করার বিনিময়ে ইরানের ওপর থেকে পর্যায়ক্রমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা শক্তিগুলো।

এক দশকের বেশি সময় ধরে ইরানের সাথে আলোচনায় অচলাবস্থার পর এই ঐতিহাসিক চুক্তিতে উপনীত হতে যাচ্ছে দেশগুলো।

গত ২০ মাস ধরে ইরানের সাথে আলোচনা চালিয়েছে ছয়টি বিশ্বশক্তি।

‘সব কাজ শেষে আমরা একটি চুক্তি সম্পাদন করেছি। আল্লাহ আমাদের জনগণের ওপর রহম করুন,’ বলছিলেন একজন ইরানি কূটনীতিক। আরেকজন কূটনীতিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় আড়াইটায় ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়ে এক যৌথ বিবৃতি পাঠ করবেন ইরান ও ছয়টি বিশ্বশক্তির পররাষ্ট্রমন্ত্রীরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি যৌথ বিবৃতিটি পড়বেন বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, চুক্তি অনুসারে ইরানের সব সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবেন জাতিসংঘের পরিদর্শকরা।

সূত্র: রয়টার্স, বিবিসি


শেয়ার করুন