ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত রুহানি

175028_1আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি। ৫ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এর মধ্যে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি।

রুহানি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের ৩৮.৫ শতাংশ।

এ নির্বাচনে মোট ৭০ শতাংশ ভোট পড়েছে। দেশটির ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় একই রকম ভোট পড়েছিল।

ওই নির্বাচনে ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থি প্রার্থী হাসান রুহানি। বর্তমানে ৬৮ বছর বয়সী রুহানি নাগরিকদের আরো বেশি স্বাধীনতা ও বিশ্বের কাছে ইরানকে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রায়িসির প্রতি সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি সমর্থন জানানোয় অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রুহানি। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সফল হয়েছেন বলেই মনে করা হচ্ছে।


শেয়ার করুন