ইরাকে সাদ্দামের সহযোগী আল দৌরি নিহত

 ইরাকে সরকারবিরোধী শীর্ষ নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম আল-দৌরি ‘নিহত’ হয়েছেন। ইরাকের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। পলাতক এই নেতা ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের আগ পর্যন্ত ইরাকের বিপ্লবী কমান্ড কাউন্সিলের সহসভাপতি ও সাদ্দাম হোসের ঘনিষ্ঠ ছিলেন। এদিকে গতকাল ইরাকের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে গাড়ি বোমার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তবে তারা কেউ কনস্যুলেট সংশ্লিষ্ট নন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপি ও বিবিসির।
বাগদাদের উত্তরে সালাহদ্দিন প্রদেশে সরকারি সেনাদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হয়েছেন। ৭২ বছর বয়সী এই নেতা বিদ্রোহী গোষ্ঠী নকশবন্দিয়া অর্ডারের নেতৃত্বে ছিলেন। এ গোষ্ঠীটি ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পেছনে বেশ বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। ইরাকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-দৌরি সাদ্দাম হোসেনের বাথ পার্টির সর্বোচ্চ কর্মকর্তাদের একজন। সাদ্দামের পতনের পর যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড ব্যক্তির তালিকায়ও ছিলেন তিনি। এর আগেও দৌরিকে আটক কিংবা তিনি নিহত হয়েছেন বলে গুজব উঠেছিল। তবে গণমাধ্যমগুলো দাবি করছে, এবারের সংবাদটিই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য। সমকাল


শেয়ার করুন