ইরাকে বোমা হামলায় নিহত বেড়ে ২৮১

asda20160707213845ইরাকের রাজধানী বাগদাদের দু’টি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদিলা হাম্মাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে রোববার (০৩ জুলাই) পৃথক এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ওইসব এলাকায় অবস্থিত বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলো আক্রান্তরা।

আদিলা হাম্মাদ জানান, এ হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ ঘটনার পর নিহতদের মরদেহ শনাক্তে আক্রান্ত অন্তত ১৫০টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ইরাকের মানুষ। এ ঘটনার পর নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম আল-গাব্বান।

এ হামলার কিছুক্ষণ পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।


শেয়ার করুন