ইন্দোনেশিয়ায় ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশি পর্যটক

KutaBeach-620x330-400x212 (1)সিটিএন ডেস্ক:
ইন্দোনেশিয়ায় যাওয়া যাবে ভিসা ছাড়াই। মাত্র ৩০ দিনের এ সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে ৩০ ডলার পরিশোধ করেই সেদেশে প্রবেশ করা যাবে। এ সুযোগ আরও ৭৭টি দেশের পর্যটকরা পাবেন।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল কুয়াউনাইন জানিয়েছেন, এই সুবর্ণ সুযোগটি এপ্রিলের যে কোনো সময় থেকেই শুরু হতে পারে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদের সচিব ১৮ মার্চ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো এ বিষয়ে একটি ডিক্রিতে সই করেছেন। নতুন এ সিদ্ধান্তের ফলে পর্যটকদের জন্য ফ্রি এন্ট্রি ভিসা চালু করে।
উল্লেখ্য, গত বছর প্রায় ৯৭ লাখ পর্যটক দেশটিতে সফর করেছেন।


শেয়ার করুন