ইতিহাস গড়ল আর্জেন্টিনা

fileঅলিম্পিকে ইতিহাস গড়ল আর্জেন্টিনা। ছেলেদের হকিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। পুরুষ বিভাগের ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে স্বর্ণজয় করে।

রিও অলিম্পিকের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার রাতে স্বর্ণ পদক নির্ধারণী ম্যাচে তঁগি কোসিন্সের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। তবে পাবলো ইবারা, ইগনাসিও ওরতিস ও গনসালো পেইলাতের গোলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে গুতিয়ে ব্যবধান কমালেও শেষ মিনিটে আগুস্তিন মাস্সিলির গোলে বড় জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা।

রিওতে এই সাফল্যের আগে আর্জেন্টিনা কখনও অলিম্পিকের হকির সেমি-ফাইনালেই ওঠেনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে ব্রোঞ্জ পেয়েছে জার্মানি।

 


শেয়ার করুন