‘আ.লীগকে হটাতে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার খুলনা নগরীর হোটেল টাইগার গার্ডেনে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই ভোটবিহীন অগণতান্ত্রিক সরকারকে হটাতে জনগণের নিশ্চিত ভোট প্রয়োগের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান নিবার্চন কমিশন দায়িত্ব গ্রহণের সময় বলেছিল, সব দলের সাথে আলোচনা করা হবে। কিন্তু সবকিছু পাল্টে রোডম্যাপ ঘোষণা করে এখন তারা আওয়ামী লীগে’র নেতাদের মত কথা বলছেন। কাজেই এ নিবার্চন কমিশন ও শেখ হাসিনার সরকারের অধীনে কোন সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, দেশের মানুষের ওপর অত্যাচার-নিযার্তন এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা, গুম ও মামলা দিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার। এখন তারা ক্ষমতায় টিকে থাকতে আরেকটি সাজানো নিবার্চনের পায়তারা করছে।

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নিবার্চন করতে সরকার ও নিবার্চন কমিশনকে বাধ্য করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়।


শেয়ার করুন