‘আয়লানকে নিজের ছেলে মনে হচ্ছিল’

2015_09_07_16_13_52_wSsUkW1JEglFM9MsHNvDYomjOzXWlz_originalসিটিএন ডেস্ক :

তুরস্কের সমুদ্র সৈকত থেকে তিন বছরের আয়লান কুর্দির মৃতদেহটি পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন তিনি কে জানেন? তিনি হলেন তুর্কি পুলিশ কর্মকর্তা মেহমেত সিপ্লাক। বিখ্যাত সেই ছবির কল্যাণে এবার লাইম লাইটে ওঠে এসেছেন ওই তুর্কি পুলিশ।

সম্প্রতি নিজ দেশের এক সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মেহমত সিপ্লাক। সেটিও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমগুলোতে। তুর্কি সংবাদ মাধ্যম ‘দোরগান’য়ের কাছে সেদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, নিথর দেহটি কোলে তুলে নেওয়ার সময় তাঁর কেবল নিজের ছেলের মুখটাই মনে পড়েছিল।

পেশাগত কর্তৃব্যের তাগিদেই তাকে সেদিন ছোট্ট আয়লানের দেহ কোলে তুলে নিতে হয়েছিল। তিনি বলেন,‘আমি যখন শিশুটির কাছে গেলাম তখন কেবল প্রার্থণা করছিলাম। হায় আল্লা, সে যেন বেঁচে থাকে। কিন্তু তার মধ্যে কোনো প্রণের অস্তিত্ব না পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।’

ব্যক্তি জীবনে এক সন্তানের জনক মেহমেত বলেন,‘ওই মুহূর্তে আমার কেবল নিজের ছয় বছর বয়সী ছেলেটার কথা মনে পড়ছিল। আর নিজেকে আমি বসিয়েছিলাম ওর বাবার স্থানে। আমার পক্ষে সেদিনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

ছোট্ট আয়লানকে কোলে নিয়ে তাঁর এই ছবি বিশ্ব জুড়ে আলোচনার ঝড় তুলেছে। যদিও সে কথা জানেন না বলে দাবি করেছেন মেহমেত সিপ্লাক। এ সম্পর্কে তার সাফ কথা,‘আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র!’

গত বুধবার গ্রিস আসার সময় শরণার্থীদের যে দুটি নৌকা ডুবে গিয়েছিল তারই একটিতে ছিল আয়লান ও তার পরিবার। পরে তার নিষ্প্রাণ দেহটি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বোদরুম সৈকতে ভেসে ওঠেছিল যা এখন শুধুই ইতিহাস। সাগরতীরে বালির দিকে মুখ করে পড়ে থাকা লাল শার্ট আর কালো প্যান্ট পরা শিশু আয়লানের ছবি যেন ইউরোপে শরণার্থী সঙ্কটেরই প্রতিচ্ছবি যা নিয়ে প্রশ্ন ওঠেছে খোদ ইউরোপেই।

গত শুক্রবার আয়লানকে সমাহিত করা হয়েছে সিরিয়ার কোবানি শহরে। ফলে তার এ সমাধি যেন ইসলামিক স্টেট জিহাদিদের দখলদারিত্বের বিরুদ্ধে সিরীয় কুর্দিদের প্রতিরোধ লড়াইয়ের প্রতীকে পরিণত হয়েছে। ওই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে আয়লানের চার বছরের ভাই গালেব ও তার মা রেহানাও। পরিবারের একমাত্র জীবিত সদস্য হচ্ছেন আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দি, সবকিছু হারিয়ে যিনি ফিরে গেছেন কোবানিতে।


শেয়ার করুন