আসছে গুগল গ্লাস-২

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:

glassগুগল গ্লাসের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরে অনেক প্রযুক্তিপ্রেমী মুষড়ে গিয়েছিলেন। তাদের জন্য সুখবর, এর আপগ্রেড ভার্সন আসছে। এটিকে বলা হচ্ছে গুগল গ্লাস-২।

গুগল করপোরেশনে এক পোস্টে জানানো হয়েছে, এটি হবে আগেরটির চেয়েও বেশি প্রযুক্তিবহুল। ইতোমধ্যে গুগল গ্লাসের ‘এক্সপ্লোরার’ নিয়েও কাজ শুরু করেছে গুগল টিম। যদিও এক্সপ্লোরার সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও তারা ভাবছেন এটিকে নতুন করে আনতে।

১৯ জানুয়ারি গুগল গ্লাসের শেষ ভার্সনটি বিক্রি করা হয়। এরপরেই গুগল গ্লাসের এক্সপ্লোরার সার্ভিস বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় গুগল।

ওয়াল স্টিট জার্নাল জানিয়েছে, ২০১৫ সালে পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছে গুগল।

ওই প্রতিবেদনে বলা হয়, এখনো পরিষ্কার নয়, গুগল গ্লাসের নতুন ভার্সনে কী প্রযুক্তি থাকছে। এতে সর্বাধুনিক প্রযুক্তির মিশেল থাকবে এটা নিশ্চিত।


শেয়ার করুন