আশুলিয়ায় অবৈধ গ্যাস লাইন লিকেজে আগুনে দগ্ধ ৩

Ashulia

সিটিএন ডেস্ক : সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস লাইনের একটি সঞ্চালন পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তিন জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। দগ্ধ তিনজন হলেন- আপন, আনোয়ারুল ও কামাল।
আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. একরামুল হক বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, রাতে আশুলিয়া শিল্পাঞ্চলের দোসাইদ এলাকার সাঙ্গু টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের পাশে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপের পুরাতন লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় পাশের একটি চায়ের দোকানে বসে থাকা তিন জন দগ্ধ হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাভার ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের ঢামেকে পাঠানো হয়।
এসআই আরও জানান, গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডের পর তিতাস গ্যাসের সাভার অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান টেকনিশিয়ান হাবিবুর রহমান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে বা বক্তব্য দিতে রাজি হননি তিনি।


শেয়ার করুন