আল-আকসায় ইসরাইলি হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক :
জেরুজালেম: মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসায় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে একশরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মসজিদে প্রবেশ নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

গত ১৪ জুলাই আল-আকসা মসজিদ প্রাঙ্গনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। এর দুদিন পর মসজিদটি খুলে দেয়া হলেও নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে সেখানে ধাতব শনাক্তকরণ যন্ত্র ও সিসি ক্যামেরা বসানো হয়। এর প্রতিবাদে গত শুক্রবার মুসুল্লিরা মসজিদের বাইরে নামাজ আদায় করে। মসজিদ খুলে দেয়া ও নিরাপত্তা-নজরদারি যন্ত্র অপসারণের দাবিতে গত কয়েকদিনে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গন থেকে সবধরণের নিরাপত্তা নজরদারি বস্তু সরিয়ে নেয়। এর পরই মসজিদের রক্ষণাবেক্ষণকারী ইসলামিক ওয়াকফ্ কর্তৃপক্ষ মসজিদে নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিরা মসজিদের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ শুরু করে। এ সময় ইসরাইলি সেনারা স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে।

ইসরাইলি সেনাদের দাবি, মসজিদের মূল ফটকে থাকা সেনা কর্মকর্তাদের প্রতি লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল ফিলিস্তিনিরা। এর জবাবে আক্রমণে যায় সেনারা।

ফিলিস্তিনি রেডক্রস জানিয়েছে, হামলায় একশরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মধ্যে অনেকে রবার বুলেট ও লাঠির আঘাত পেয়েছেন। অনেকের হাত-পায়ের হাড় ভেঙ্গে গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।


শেয়ার করুন