আল-আকসায় ইসরাইলি বাহিনীর প্রবেশ, সংঘর্ষ

120904_1সিটিএন ডেস্ক:

অবরুদ্ধ জেরুজালেমে মুসলমানদের অন্যতম পবিত্র মসজিদ আল-আকসায় প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী।

নতুন করে ওই এলাকায় সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে জানান, রবিবার সকালে আল-আকসা কম্পাউন্ডে ইসরাইলি বাহিনী প্রবেশের পর ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষ হয়েছে।

আল-আকসার ভেতরে ইসরাইলি পুলিশের প্রবেশ ঠেকাতে শত শত ফিলিস্তিনি মসজিদটির বাইরে অবস্থান নিয়েছে।

ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্টান গ্রেনেড এবং রাবার-ঘেরা স্টিলের বুলেট নিক্ষেপ করছে।

জেরুজালেম পুলিশের এক মুখপাত্র এখানে সংঘাতের কথা স্বীকার করেছেন

আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়ে বাধা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি বাহিনীর সাথে প্রায়শই সংঘাত হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে মসজিদটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মক্কা ও মদীনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে আল-আকসা।


শেয়ার করুন