আমি যেতে চাই বহু দূর-স্বপ্নমায়া

13001183_232763287082577_5368755786546441842_n

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আমিও আমার স্বপ্নের আশায় বেঁচে আছি। আমি মনে করি আল্লাহর রহমতে একদিন আমার স্বপ্ন আমাকে অনেক দুর নিয়ে যাবে। আমি যেতে চাই বহু দুর । সেই স্বপ্ন আর প্রত্যাশা নিয়েই আমি বেঁচে আছি। কথাগুলো স্বপ্ন মায়ার। পুরো নাম নুর আকতার মায়া। স্বপ্ন দেখি;‘আমার স্বপ্ন অনেক বড়। আমি অনেক আত্মবিশ্বাসী। বিশ্বাস করি, মানুষ স্বপ্নের মধ্যে বাঁচে। এই সময়ে টিভি নাটকের পরিচিত মুখ স্বপ্ন মায়া। ক্যারিয়ারের অভিষেক সাংবাদিকতা দিয়ে হলেও টিভিপর্দায় তার বেশি উপস্থিতি পাওয়া যায় ইদানিং।

12985585_228589780833261_7481313240441993248_n

স্বপ্নমায়া আজ নানাজনের প্রশংসা কুড়ালেও আদৌ তার অভিনেত্রী হওয়ার বাসনা ছিল না। স্বপ্নমায়া বলেন, ক্যারিয়ারের শুরুতেই হতে চেয়ে ছিলাম সাংবাদিক। অনেক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কাজও করেছি অনেক দিন। কিন্তু সেখানেও সময় কাটেনা। কী করে সময় কাটাব সে ভাবনা থেকেই ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ে ঢুকে যাই। থিয়েটার কী বস্তু, সে সম্পর্কে ধারণা নিতে থাকি। থিয়েটারের তথ্য-উপাত্ত সংগ্রহ আর পড়াশোনা করতে করতে এক ধরনের নেশা তৈরি হতে লাগল। এ কারণে যোগ দিলাম নাট্যদলে। বাড়তে থাকল জানার পরিধি। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী স্বপ্ন মায়ার সাম্প্রতিক সময়ে স্যুটিং নিয়ে কক্সবাজারে ব্যস্ততম সময় কাটানো নিয়ে লিখেছেন কক্সবাজার প্রতিনিধি এম,শাহজাহান চৌধুরী শাহীন (শাহীন চৌধুরী)। সবসময়ই অভিনয়ের প্রতি তার আলাদা একটা ভালোবাসা কাজ করে। তাই তো অভিনয় ছাড়া কিছুই ভাবতে পারেন না স্বপ্ন মায়া।

বর্তমান সময়ের অভিনেত্রী নুর আকতার মায়া ‘স্বপ্ন মায়া’ নামেই বেশি পরিচিত, চিরসবুজ অভিনেত্রী হিসেবেও মনে করছেন অনেক ভক্ত।

২০১৪ সালে মহাকাল নাট্য সম্প্রদায়ের অভিনয়ের মাধ্যমে স্বপ্ন মায়ার অভিষেক ঘটে। ইতোপূর্বে তিনি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া কাজ করেছেন। পরিচিতি অর্জন করেছিলেন এক ভালো লেখক হিসেবে। কিন্তু অভিনেত্রী হিসেবে ২০১৪ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘দুরের আকাশ’ নামে একটি মুভি অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ হয়ে উঠেন।

13382143_1123449437694014_750201770_n

জীবনে ৮টির উপরে নাটক ও মেগা সিরিয়ালে অভিনয় করেন। স্বপ্নমায়া অভিনিত ৭টি ধারাবাহিকসহ নাটক ও মুক্তিযুদ্ধ ভিত্তি একটি মুভি স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত হয়েছে। এ পর্যন্ত ৭টি নাটকে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি মুভিতে অভিনয়ন করেন। তার অভিনিত ঈদের নাটক ২০১৪ সালে রসগোল্লা (পরিচালক আশরাফ), তহুরুজ্জামান বাবু পরিচালিত শত্রু, ধারাবাহিনক নাটক নন্দিনী ( পরিচালক হাসান জাহাংগীর ) , মাহবুব শাহিন পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি ‘দুরের আকাশ, শাহাদাত আলম সুজন পরিচালিত মেগা ধারাবাহিক নাটক বিউটি কুইন ( আগামী ১৪ জুন মাইটিভিতে অনইয়ার হবে) । ধারাবাহিক নাটকটি মাইটিভিতে প্রতি শনি ও রোববার প্রচারিত হবে বলে জানা গেছে। অনইয়ার এর অপেক্ষা আছে সঞ্জিব দাশ পরিচালিত নাটক কলির লখাই । বর্তমানে অনইয়ারের অপেক্ষমান নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ধারাবাহিক নাটক আমার একলা পাখি, ধারাবাহিক নাটক আপন আলো ( পরিচালক মোক্তাদির ইবনে সালাম) ও রবি বাবু’র মুক্ত চলচিত্র ‘বিহাইন্ড দ্যা সিন’ সুটিং চলছে। স্বপ্ন মায়া জানালেন, বর্তমানে হাতে আছে আরো ৮/১০টি ধারাবাহিক ও খন্ড নাটক।


শেয়ার করুন