আমার কোনো আক্ষেপ নেই : নাসির

NasirHossai1432393809-400x235সিটিএন ডেস্ক:
জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, তাকে দলে রাখা বা না রাখা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন, সেই কাজটি করেছেন। সরাসরি দলের সাফল্যের ভাগিদার হতে না পারলেও তার কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ‘মিস্টার ফিনিশার’ নামে পরিচিত এই অলরাউন্ডার।
আলোচিত-সমালোচিত টি-২০ বিশ্বকাপ শেষ করে রোববার সকালে টিম টাইগার্স-এর সঙ্গে ঢাকায় ফিরেছেন নাসির হোসেন। কোনো ম্যাচেই তাকে টাইগার একাদশে না রাখায় ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ।
তবে দেশে ফিরে নাসির এ নিয়ে অন্ততঃ প্রকাশ্যে কোনো ক্ষোভ বা কষ্টের কথা বলেননি। তার সাফ কথা: টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এখানে তার কিছু বলার নেই।
তিনি বলেন, পুরো বিশ্বকাপ জার্নিটি খুব ভালো ছিলো। ‘আমরা হেরেছি কিন্তু সফলতা ছিলো অনেক। টিমের জন্য খুব ভালো ছিলো এই সফর। তামিম ভাই, মোস্তাফিজসহ দলের অনেকে খুব ভালো খেলেছেন। ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে টিম টাইগার্স দুর্দান্ত খেলেছে। শুধুমাত্র ম্যাচগুলো জেতা হয়নি আমাদের।’
দল এতো ভালো খেলেছে কিন্তু তার ভাগিদার আপনি হতে পারেননি এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে নাসির হোসেন বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, টিম ম্যানেজমেন্ট যে কাজটি করেছেন অবশ্যই দলের ভালোর জন্য করেছেন।’
‘সেখানে যদি আমি থাকতাম সেই কাজটি করতাম। টিমের জন্য যেটি ভালো ম্যানেজমেন্ট তাই করবে। তাই টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্তের ওপর আমার কোনো মন্তব্য নেই। কোনো আক্ষেপও নেই।’
‘দলের সঙ্গে সবসময় ছিলাম সবসময় থাকবো,’ মন্তব্য করে অলরাউন্ডার নাসির হোসেন বলেন, আপাতত ১০ দিনের জন্য খেলা থেকে একদম দূরে থাকবো। কারণ আগামী দুই-আড়াই মাস আমাদের কোনো ইন্টারন্যাশনাল খেলা নেই। তবে প্রিমিয়ার লীগ খেলা আছে, সেটির জন্য অনুশীলন করবো। তবে এখনই নয়।’-চ্যানেলআই অনলাইন।


শেয়ার করুন