আমরা নায়ক নই, এন্টারটেইনার

mashrafee-2সিটিএন ডেস্ক:

মাঠে এগার জন, বল আর ব্যাটের লড়াই। এই ১১ জন জিতলে ১৬ কোটি মানুষ জিতে, তারা হারলে কষ্ট পায় সারাদেশের মানুষ। ক্রিকেটকে নিয়ে বাংলাদেশের মানুষ এমন স্বপ্ন বুনে যায় প্রতিনিয়ত। তাই টাইগারদের জয়ে তাদের কখনো কখনো জাতীয় বীর হিসেবে তুলনা করা হয়। আর দেশের মানুষের এই আবেগকে বরাবরই শ্রদ্ধা করেন ক্রিকেটাররা।

তবে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিনয়ের সঙ্গে জানিয়ে দিলেন, ‘আমাদের নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা আজ আমি দূর করতে চাই। আমরা আসলে এন্টারটেইনার, আমরা নায়ক নই। সত্যিকারের নায়ক আমাদের মুক্তিযুদ্ধের বীর লড়াকুরা। জাতির জন্য আমরা এমন কিছু আত্মত্যাগ করি না, যেটা করেছেন মুক্তিযোদ্ধারা। আমাকে ভুল বুঝবেন না। আসলে ক্রিকেটই সবকিছু নয়। আমরা শুধু চেষ্টা করি এই জাতির মুখে হাসি ফোটানোর।’

শুক্রবার নিজের ফেসবুক পেজে মাশরাফি তার আবেগকে এভাবেই প্রকাশ করেছেন। আর সেই আবেগকে মানুষ গ্রহণ করেছে। মাত্র চার ঘণ্টায় তার এ স্ট্যাটাসকে লাইক পড়েছে প্রায় দেড় লাখ। সরাসরি শেয়ার হয়েছে আড়াই হাজারও বেশি। কমেন্টস পড়েছে কয়েক হাজার।

এম আরিফুর রহমান আরিফ নামে একজন কমেন্টসে লিখেছেন, ‘দিস ইজ মাশরাফি, ওয়ান ম্যান আর্মি। কখনো রাগী, কখনো আবেগী, প্রতিটি খেলোয়াড়ের সাথে ভালোবাসায় সিক্ত হয়ে থাকা। হুম… হি ইজ মাই ক্যাপ্টেন।’

তিনি আরো লিখেন, ‘মাশরাফি মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়! রুবেলের সঙ্গে ‘দোলা দে’ টাইপ ড্যান্স করে! তাসকিনের সঙ্গে ‘ম্যাশকিন’ উদযাপনে প্রত্যেকবার জয়ী হওয়া মাশরাফি এবার পড়ে যাওয়ার অভিনয় করে! এই মাশরাফি দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়! খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকেও তুলে নেয়! এই মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানানো লাগবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড, সত্যিকারের নেতা! প্রায়ই চোখটা ঝাপসা হয়ে ওঠে, বুকটা চিনচিন করে ওঠে। একদিন তো মাশরাফি আর খেলবে না! কল্পনা করতে পারি না সেই দৃশ্য। গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন মাশরাফির গায়ে হয়তো লাল-সবুজ জার্সি থাকবে না, কিন্তু মাশরাফি থাকবে- কোচ হিসেবে থাকবে, না হয় বোর্ডে থাকবে কিংবা গ্যালারিতে! ইতিহাস মনে রাখবে এদেশের সবচেয়ে আক্রমণাত্মক অধিনায়ককে- একজন যোদ্ধাকে, যে কিনা ক্রিকেট মাঠে নিজের দেশের জন্য জীবন দিতে পারতো! মাশরাফি- দ্য লিডার! স্যালুট বস, লাভ ইউ।’


শেয়ার করুন