আফগানিস্তানে বোমা হামলায় আমিরাতের ৫ কূটনীতিক নিহত

166170_1  আন্তর্জাতিক ডেস্ক :

কাবুল: আফগানিস্তানের কান্দাহার শহরে বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের গভর্নর ভবনের গেস্টহাউজে মঙ্গরবার ওই বোমা হামলার ঘটনা ঘটে।

আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম ওই পাঁচ কূটনীতিকের বিস্তারিত পরিচয় তুলে ধরেছে। এসব কূটনীতিক কান্দাহারে কয়েকটি অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল-মাখতুম বোমার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সাহায্য করতে যাওয়া লোকের ওপর হামলা কোনো মানবতাবোধ, ধর্ম কিংবা নীতি থেকে গ্রহণযোগ্য হতে পারে না।’

মঙ্গলবার কান্দাহারের গভর্নর ভবনে বোমা হামলায় স্থানীয় ডেপুটি গভর্নরসহ ১১ জন নিহত ও ১৬ ব্যক্তি আহত হয়েছেন। আমরিকায় নিযুক্ত আফগানিস্তানের একজন কূটনীতিকও ওই হামলায় মারা গেছেন। সূত্র জানিয়েছে, বৈঠকে বসার সোফার নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


শেয়ার করুন