আনন্দ মুখর পরিবেশে বাইশারীতে পাঠ্য বই বিতরণ উৎসব

asfgrtমুফিজুর রহমান, বাইশারী। :

সারা দেশের ন্যায় বান্দরবানের বাইশারীতেও পাঠ্য বই বিতরণ উৎসব শুরু হয়েছে। পহেলা জানুয়ারী সকাল ১০টার সময় বাইশারী ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ শুরু করা হয়। সকাল ১০টার সময় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেন। সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম। ঐ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন হেলালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলম, বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক বাবুল হোসেন বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহিদুল হক, প্রধান শিক্ষক কামাল হোছাইন প্রমুখ। এছাড়াও পাঠ্য বই বিতরণ উৎসবে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে বাইশারী উচ্চ বিদ্যালয়েও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব শুরু হয়। বিতরনী উৎসবে ইউএনও প্রতিনিধি উন্নয়ন বোর্ড প্রকল্প কর্মকর্তা রুহুল আমিন হেলালী, আওয়ামীলীগ সভাপতি মোঃ আলম, উচ্চ বিদ্যালয় সভাপতি শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ দাশ, সিনিয়র সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক ওমর ফারুক, শিক্ষক মোঃ নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, সদস্য চৌধুরী ইয়াহিয়া, সদস্য আলী হেসাইন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যা সাবেকুন্নাহার উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন।
বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা একই ভাবে ইউএনও প্রতিনিধি উন্নয়ন বোর্ড প্রকল্প কর্মকর্তা রুহুল আমিন হেলালী, আওয়ামীলীগ সভাপতি মোঃ আলম, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ, মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, সদস্য মৌলানা আব্দুর রহিম, সহ সুপার মাওলানা আব্দুল্লাহ, শিক্ষক জয়নাল আবেদীন, সদস্য আবুবক্কর ছিদ্দিক, সদস্য আমিনুল হক, শিক্ষক মাওলানা আব্দুল গফুর, প্রাক্তন মাদ্রাসা ছাত্র পরিষদ সাধারন সম্পাদক মুফিজুর রহমান উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়।
এছাড়া বাইশারী মডেল কেজি স্কুলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রতিনিধি উন্নয়ন বোর্ড প্রকল্প কর্মকর্তা রুহুল আমিন হেলালী, আওয়ামীলীগ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম, প্রধান শিক্ষক মোঃ হাছান, সিনিয়র শিক্ষক আবু নাছের, শিক্ষিকা রহিমা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন।


শেয়ার করুন