আদালতে তোলা হচ্ছে সেই তিন আইনজীবীকে

2015_08_23_09_32_43_mkWTfj9E7yMrGrjqNeSYWaKbkrfnLW_originalসিটিএন ডেস্ক :

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগ্রেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে চট্টগ্রামের বাঁশখালীর একটি আদালতে হাজির করা হচ্ছে আজ।

রোববার সকাল ১০টার দিকে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসনের আদালতে হাজির করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব ৭ এর এএসপি রহুল আমিন।

তিন আইনজীবী আজ আদালতে শহীদ হামজা ব্রিগ্রেডকে অর্থায়নের বিষয়ে স্বীকারোক্তি দেবেন বলেও জানান তিনি।

গত মঙ্গলবার তিন আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। বুধবার তাদের ৩ দিনে রিমান্ডে দেয় চট্টগ্রামের একটি আদালত।

অভিযোগ ওঠেছে, শহীদ হামজা ব্রিগেড নামের ওই জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগান দেয় ওই তিন আইনজীবী।


শেয়ার করুন