আদমসঙ্গীনি হজরত হাওয়া [আ.]-কে সৃষ্টির রহস্য!

hawaসিটিএন ডেস্ক :

হজরত আদম [আ.] সৃষ্টির পর এক দীর্ঘ সময় পর্যন্ত একাকী জীবনযাপন করতে থাকলেন। কিন্তু তিনি জীবনযাপনে এবং সুখ ও শান্তিতে এক ধরনের নির্জনতা ও একাকীত্ব অনুভব করছিলেন। দেখা গেলো, তাঁর স্বভাব ও প্রকৃতি কোনো সঙ্গী ও সাথির অন্বেষণ করছে। তাই আল্লাহপাক হজরত হাওয়া [আ.]-কে সৃষ্টি করলেন।

হজরত আদম [আ.] সৃষ্টির পর এক দীর্ঘ সময় পর্যন্ত একাকী জীবনযাপন করতে থাকলেন। কিন্তু তিনি জীবনযাপনে এবং সুখ ও শান্তিতে এক ধরনের নির্জনতা ও একাকীত্ব অনুভব করছিলেন। দেখা গেলো, তাঁর স্বভাব ও প্রকৃতি কোনো সঙ্গী ও সাথির অন্বেষণ করছে। তাই আল্লাহপাক হজরত হাওয়া [আ.]-কে সৃষ্টি করলেন। হযরত আদম [আ.] নিজের জীবনসঙ্গী পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং অন্তরে প্রশান্তি অনুভব করলেন। আল্লাহর পক্ষ থেকে হজরত আদম ও হাওয়া আ.-এর প্রতি এই অনুমতি ছিলো যে বেহেশতের যেখানেই ইচ্ছা তাঁরা বসবাস করবেন, যে-কোনো বস্তু ইচ্ছা ব্যবহার করবেন, যা মন চায় খাবেন। কুরআনে এসেছে-

وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا

‘হে আদম! তুমি এবং তোমার সঙ্গীনী জান্নাতে প্রবেশ করো। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও।’ [সুরা আরাফ, আয়াত ১৯]

হজরত হাওয়া [আ.]-কে সৃষ্টি করা হয়েছে হজরত আদম [আ.]-এর পাজরের হাঁড় দিয়ে। আল কুরআনে এসেছে-

الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً

‘যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী।’ [সুরা নিসা, আয়াত ১]

এখানে হাওয়া [আ.]-এর সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে- وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا ‘তার (আদম) থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন’। বুখারি শরিফের বর্ণনায় এসেছে- ‘মা হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাঁড় দিয়ে।’ [বুখারি শরিফ, কিতাবুল আম্বিয়া, হাদিস নং-৩০৯৮]

আবু হুরায়রা সূত্রে ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

اسْتَوْصُوا بِالنِّسَاءِ فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ

‘তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের মধ্যে উপরের হাড্ডি সবচেয়ে বেশী বাঁকা, যদি তা সোজা করতে চাও ভেঙ্গে ফেলবে, ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না। অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও।’

হাফেজ ইব্‌ন হাজার রহ. বলেন, এ হাদিস ইবনে ইসহাকও বর্ণনা করেছেন, তবে তিনি অতিরিক্ত বলেছেন-

الْيُسْرَى مِنْ قَبْل أَنْ يَدْخُل الْجَنَّة ، وَجُعِلَ مَكَانه لَحْم

‘জান্নাতে প্রবেশ করানোর পূর্বে বাম পাঁজর থেকে (তাকে সৃষ্টি করা হয়), অতঃপর তার জায়গায় মাংস তৈরি করা হয়।’ (বুখারি, হাদিস নং ৩৩৩১, মুসলিম, হাদিস নং ১৪৭০, ফাতহুল বারি, ৬/৩৬৮)

হাফেজ মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর


শেয়ার করুন