আঞ্চলিক সমস্যা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে: ইরান

88c8c8b22df87d3b959811d620ea5db4_XLসিটিএন ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলাফল সারা বিশ্বের ওপর প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় সমস্যা সমাধানে বিশেষ করে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ নেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
প্রেসিডেন্ট রুহানি বলেন, আজকের বিশ্বে আঞ্চলিক কোনো সমস্যা নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না বরং তার প্রভাব বিশ্বের অন্যান্য অংশেও শিগগিরি ছড়িয়ে পড়বে। চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী লুবোমির জাওরালেকের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেছেন।
তিনি বলেন, কয়েকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কয়েকটি দেশের হস্তক্ষেপ এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের প্রতি মেকি দৃষ্টিভঙ্গী হচ্ছে দুটি প্রধান চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, শক্তিশালী ও প্রভাবশালী দেশগুলোর মেটেই উচিত হবে না আঞ্চলিক দেশগুলোর ওপর তাদের মতামত চাপিয়ে দেয়া।

বৈঠকে চেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে সমঝোতা হয়েছে তার কারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরান আরো গুরুত্বপূণ ভূমিকা পালন করতে পারবে।


শেয়ার করুন