আজ থেকে রাতেও বাস চলবে

বাংলামেইল:

Bus3

অব্যাহত সহিংসতার কারণে গত মাসে মহাসড়কে রাত ৯টার পর গাড়ি চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গাড়ি মালিকরা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা  এবং পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘রাতেও দূরপাল্লার বাস চলবে। আর সড়কগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত থাকবে।’

বাংলাদেশ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দ্কার এনায়েত বাংলামেইলকে জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আজ থেকে দূরপাল্লার বাস চলবে। সরকার মহাসড়কে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও সভাপতি। আর জাতীয় পার্টির নেতা রাঙ্গা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা।

গত ৯ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠকের পর রাত ৯টার পর মহাসড়কে ধূরপাল্লার বাস না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


শেয়ার করুন