আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

bd-zim-odi-pre-12a-37266-400x233সিটিএন ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেলেও, প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছে না টাইগাররা। এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে, সিরিজ জয়ও নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে ভালো কিছু করতে চায় জিম্বাবুয়েও। আজ দুপুর একটায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
কিউরেটর গামিনির সঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ। একটু পরে গামিনির সঙ্গে দেখা গেলো বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও। বেশ মনোযোগ দিয়েই পর্যবেক্ষণ করলেন তারা। উদ্দেশ্যটাও স্পষ্ট। এই উইকেটেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তাই নিজেদের রণকৌশলটাই যেন ঠিক করে নিচ্ছেন তারা।
কারণ হঠাৎ করেই বাংলাদেশকে ভাবতে হচ্ছে উইনিং কম্বিনেশন। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হলেও জয়ের ধারায় থাকা টাইগাররা ম্যাচ জয়ের ছক কষতে যাচ্ছে একাদশে পরিবর্তন এনেই। বাংলাদেশ দলে এদিন দেখা যেতে পারে ওপেনার ইমরুল কায়েসকে। সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে ওপেন করা ব্যাটসম্যান লিটন দাসকে আবারও নেমে যেতে হতে পারে মিডল অর্ডারে। আর, আল আমিনের পরিবর্তে লেগি জুবায়ের লিখনকে দেখা যেতে পারে টাইগারদের সেরা একাদশে।
ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন বাংলাদেশের মাত্র ৬ ক্রিকেটার। ১ম ম্যাচে বড় জয় পেলেও জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ। এমনটাই জানালেন, টাইগার ওপেনার তামিম।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল বলেন, ‘যেকোনো সিরিজের প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ক্রিকেটাররা একটু দ্বিধায় থাকে, একটু নার্ভাস থাকে। প্রথম ম্যাচের ফলাফল যাদের পক্ষে যায়, তাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা জানি পরের দুটি ম্যাচ জিততে হলে সমানভাবে পরিশ্রম করতে হবে, শুরুটা ভালো করতে হবে; ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে। আমরা এভাবে এগুনোর চেষ্টা করবো।’
অন্যদিকে, হারের ক্ষত নিয়ে রীতিমতো জিম্বাবুয়েও অনুশীলনে কিছুটা ছন্নছাড়া। দলের অর্ধেক ক্রিকেটার ছিলেন না অনুশীলনে। তবে আত্মবিশ্বাসে ভাটা পরলেও, লড়াই করার প্রত্যয় দলের অলরাউন্ডার ওয়ালারের কণ্ঠে।
ওয়ালার বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে জিতে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আসলে আমাদের পারফর্ম করতে হবে। বড় স্কোর করার পাশাপাশি, উইকেটও নিতে হবে। জানি কাজটা সহজ হবে না।’


শেয়ার করুন