আজকের শিশুই হবে আগামী দিনের কর্ণধার

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী মো. ইলিয়াছ এমপি

???????????????????????????????

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্টা পেয়েছে। দেশের অভাবনীয় এ ভাবমুর্তি একদিনে অর্জন হয়নি। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতার কারনে দেশ এখন অনেকদুর এগিয়ে গেছে। অতি সহসা বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর্ন্তজাতিক গণমাধ্যমসহ বহিবিশ্বে তা প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, সম্ভাবনার দেশকে সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে হলে আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। কারন আজকের শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যত কর্ণধার। তাই শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবক মহলকে সচেতন ভুমিকা পালন করতে হবে। তিনি গতকাল রোববার দুপুরে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলরুবা ইরফানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শিক্ষানুরাগী নুরুল কাদের বিকম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার সিরাজ উদ্দিন আহমদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার এর স্বাগত বক্তব্যে অনুষ্টান উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, শিক্ষানুরাগী মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্টান শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


শেয়ার করুন