আগুন না নিভিয়ে পালিয়ে গেল ফায়ার সার্ভিস

আরটিএনএন:

রংপুর: রংপুরে আগুন নেভাতে গিয়ে যন্ত্র বিকল হওয়ায় জনতার ধাওয়া খেয়ে আগুন না নিভিয়েই পালিয়ে গেছে দমকল বাহিনী। এর ফলে চারটি দোকান পুড়ে যায়।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া টার্মিনাল রোড এলাকার আশরাফিয়া জামে মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আশরাফিয়া মসজিদ মার্কেটের তাহমিনা অটোপার্টসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বিষয়টি দমকল বাহিনীকে জানানো হয়।

ঘটনার ১৫ মিনিট পর রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে গিয়ে যন্ত্র বিকল হওয়ায় এবং রিজার্ভ পানি না থাকায় আগুন নেভাতে তারা কালক্ষেপন করে। এসময় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে দমকল বাহিনীর ওপর চড়াও হয়।

পরিস্থিতি ভালো না দেখে আগুন না নিভিয়েই দমকল বাহিনীর সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

আগুনে ওয়াহেদুল মিয়ার শখ কনফেকশনারি, আপেল মাহমুদের তাহমিনা অটোপার্টস, ডা. স্বপনের দীপ হোমিও হলসহ চারটি দোকান পুড়ে যায়। এতে ১২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

দমকল বাহিনী চলে যাওয়ার পর রংপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ পুলিশ ও র্যা বের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


শেয়ার করুন