আকাশে উড়ল সৌরচালিত বিমান

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড সৃষ্টি করে আকাশে উড়ল সৌরশক্তি চালিত বিমান।

সোলার ইমলপাল্‌স-২ নামের বিমানটি আবু ধাবি থেকে যাত্রা শুরু করেছে এবং ওমানের মাস্কাটের দিকে এগিয়ে যাচ্ছে।

আগামী ৫ মাস এটি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে বেড়াবে। এটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও পাড়ি দিবে।

যাত্রা শুরুর সময় এক আসন বিশিষ্ট বিমানের চালকের আসনে আছেন অ্যান্ড্রু বোর্সবার্গ।

তার সহযোগী পাইলট হচ্ছেন সুইজারল্যান্ডের স্বদেশি বার্ট্রান্ড পিকার্ড।  তারা পালাক্রমে পাইলটের দায়িত্ব পালন করবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি যাত্রাবিরতি করবে। এ সময় এটি বিশ্রামে থাকবে এবং এর রক্ষণাবেক্ষণ করা হবে।

বিমানটির পাখা ৭২ মিটার যা ৭৪৭ জাম্বো উড়োজাহাজের চেয়েও চওড়া। এর ওজন মাত্র ২৩০ কেজি।

পিকার্ড বলেন, ’১৬ বছর ধরে আমার স্বপ্ন ছিল জ্বালানি ছাড়া সৌরশক্তি চালিত কোনো বিমানে বিশ্বভ্রমণ। এখন আমরা সেটা পূরণ করতে যাচ্ছি।’

সূত্র: বিবিসি


শেয়ার করুন