আওয়ামী লীগকে আবারো দেশ সেবার সুযোগ দিন: শেখ হাসিনা

আওয়ামী লীগকে আবারো দেশের সেবা করতে দেশবাসীকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করতে হবে। দেশবাসীকে বলবো, আওয়ামী লীগকে আবারো দেশসেবা করার সুযোগ দিন।’

আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে, জাতি যেন তা মনে রাখে। বারবার আওয়ামী লীগই যেন দেশসেবার সুযোগ পায়।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, দেশে শাসনতন্ত্র দিয়েছে। এদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগই তা এনে দিয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ নেতাকর্মীদের গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন। দেশ ও মানুষের সেবা করুন। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। তার আগেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। কিন্তু আমি জানি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও তাদের দালালদের অভাব নেই। আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

এরআগে, আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন