আইএসে যোগ দিয়েছে ১৩ ভারতীয়

India1আন্তর্জাতিক ডেস্ক:

গত দেড় বছরে কমপক্ষে ১৮ জন ভারতীয় যুবক ইরাক ও সিরিয়ায় প্রভারব বিস্তারকারী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিয়েছে। এদের মধ্যে গিয়ে নিহত হয়েছেন ছয় জন। আইএস যোগদানকারীদের সবার বয়স বিশের কোঠায় এবং এরা মুসলমান। সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই যুবকদের মাত্র একজন লড়াইয়ের সঙ্গে জড়িত আছেন। বাকিরা বাবুর্চি, গাড়িচালক বা সাহায্যকারী হিসেবে কাজ করছেন বলে আমরা খবর পেয়েছি।’

তিনি আরো জানিয়েছেন, গত মে মাসে মহারাষ্ট্র রাজ্যের কালিয়ান থেকে আইএসে যোগ দিতে যে সাত যুবক ভারত ছেড়েছিলেন তারা সবাই জীবিত রয়েছেন।

ভারতে আইএসের হামলা হতে পারে এই খবরের প্রেক্ষিতে সপ্তাহান্তে ১০ রাজ্যের পুলিশ প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে লিবিয়া থেকে চার ভারতীয় শিক্ষককে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা। এদের দু জনকে মুক্তি দিলেও এখনো তাদের হাতে আটক রয়েছেন দুই ভারতীয় শিক্ষক।


শেয়ার করুন