অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোকে তৈরি থাকার নির্দেশ মোদীর!

ভারত-পাকিস্তানের মধ্য চলমান উত্তেজনার মধ্যে ভারতের কেন্দ্র সরকার তার প্রতিরক্ষা খাতে অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে নরেন্দ্র মোদী সরকার অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে।

সেই সঙ্গে মোদী তাদের কাছে জানতে চেয়েছেন, এই মুহূর্তে প্রয়োজন পড়লে দেশের প্রতিটি সেনাদের হাতে অস্ত্র তুলে দেয়ার জন্য পর্যাপ্ত সংগ্রহ আছে কী না?

সংবাদে আরো প্রকাশ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে ওই অস্ত্র সংস্থাগুলোকে প্রশ্ন করা হয়েছে, প্রয়োজনে বেশি সংখ্যক অস্ত্রের দরকার পড়লে তারা তা সরবরাহ করতে পারবে কী না?

যদিও, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য এখনো জানা যায়নি।

সম্প্রতি, কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলায় মৃত্যু হয় ১৮ সেনার।

এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান এই দাবি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে।

এরপর ভারত কশ্মীর সীমান্তবর্তী পাকিস্তানে কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ কথা জানায়। পাকিস্তান ওই স্ট্রাইকের কথা অস্বীকার করে। এর জন্য পাকিস্তানের পক্ষ থেকে কথিত সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদের।

এই হামলা নিয়ে ভারতের মধ্যেও নানা সন্দেহ শুরু হয়। দিল্লির মুখ্যমন্ত্রীসহ অনেকেই এই হামলার প্রমাণ দাবি করে কেন্দ্রীয় সরকারের কাছে।

জিনিউজ অবলম্বনে


শেয়ার করুন