পেকুয়ায় 

অস্ত্র ঠেকিয়ে দিনদুপুরে টাকা ছিনতাই

crime-1428118704পেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় দিনদুপুরে পথচারীর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে এক লাখ টাকা ছিনতাই করেছে চিহ্নিত দূবৃর্ত্তরা। এসময় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের ভীতি ছড়িয়ে ওই পথচারীর টাকা নিয়ে সটকে যান ওই দূবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে, গতকাল ৩১ জানুয়ারি রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা ঠান্ডারপাড়া এলাকায়। এদিকে ওই ঘটনায় পেকুয়া থানায় দু’জনকে আসামী করে ওইদিন সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকার মৃত.কালু মিয়ার ছেলে ছৈয়দ নুর বাড়ি থেকে সোনালী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সোনালীবাজারের পুর্ব পাশে ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন স্থানে পৌছলে তাকে গতিরোধ করা হয়। এসময় একই এলাকার ছাবের আহমদের ছেলে নুরুচ্ছফা ও তার ভাই করিম তাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়। জানাগেছে, দুবাই প্রবাসী আশরাফুজ্জামান দু’কানি জমি বন্ধক নেওয়ার জন্য তার ছোটভাই ছৈয়দ নুরকে দায়িত্ব দেয়। বন্ধক নেওয়ার জন্য টাকা নিয়ে সোনালীবাজারে যাচ্ছিলেন ওই সংবাদ তারা অবগত হয়। এতে উৎপেতে থেকে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ সুত্রে জানাগেছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।


শেয়ার করুন