অস্ত্র কি হা-ডু-ডু খেলার জন্য দেয়া হয়েছে?

বাংলামেইল:

Benazirচলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘পুলিশকে কেন অস্ত্র দেয়া হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে কেন অস্ত্র দেয়া হয়েছে? অনিরাপদ কোনো ঘটনা ঘটলে তারা ব্যবহার করবেন। ওই অস্ত্র কি তাদের হা-ডু-ডু খেলার জন্য দেয়া হয়েছে?’

রোববার বিকেলে খুলনা র‌্যাব-৬ এর সদর দপ্তরে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, ‘বর্তমানে যা চলছে তা কোনো আন্দোলন নয়। এটি নাশকতা। র‌্যাবসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এ নাশকতা প্রতিরোধে দৃঢ়তার সঙ্গে কাজ করবে। আর এটি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নৈতিক দায়িত্ব।’

বেনজির আহমেদ বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে কিছু নেই। একটি বিশেষ শ্রেণী এগুলো প্রচার করে। তাদের একটা উদ্দেশ্য আছে। আপনারা সস্তা কথার চমকে বিভ্রান্ত হবেন না। বিচারের মধ্যেও হত্যাকাণ্ড রয়েছে। তাহলে এ বিষয়টি কি?’

সাংবাদিকদের উদ্দেশে বেনজির আহমেদ বলেন, ‘কয়েক দিন আগে ফ্রান্সের ঘটনা দেখেছেন। সেখানে তো কেউ বিচার বহির্ভূত হত্যার কথা বলেননি।’ র‌্যাব প্রধান বলেন, ‘বর্তমানে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। যারা দেশের মানুষের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, ‘সাধারণ মানুষ ও আইন-শৃঙ্খলা বাহিনী হাতে হাত রাখলে এ অবস্থার উত্তরণ সম্ভব হবে। নাগরিকরা পুরস্কারের জন্য তাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকেই এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি, ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, র‌্যাব-৬ এর পরিচালক এনামুল আরিফ সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন