অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো- মিট দ্যা প্রেসে ইশতিয়াক জয়

unnamed
শাহেদ ইমরান মিজান, সিটিএন:

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শাখার নবর্নিবাচিত সভাপতি ইশতিয়াক আহমদ জয় বলেছেন, ‘কক্সবাজার জেলা ছাত্রলীগ অতীতের সব বিভেদ ও কোন্দল ভুলে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ, অসম্প্রাদায়িক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দৃঢ়চিত্তে এগিয়ে যাবে। কোন বাধা বিপত্তি আর ঝঞ্ঝাট আমাদের পথ রূদ্ধ করতে পারবে না। আমরা সবাই একই আঙিনায় সমবেত হয়ে আমাদের লক্ষ্যপানে এগিয়ে যাবে।’ বুধবার দুপুর বেলা দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ছাত্রলীগ ঐহিত্যবাহী ছাত্র সংগঠন হিসেবে দেশের প্রতিটি অন্তিম মুহুর্তের গুরুত্ব ভূমিকা রেখে চলেছে। আমরা পথ থেকে কোনভাবেই পিছপা হবো না। কেউ যেন ছাত্রলীগে ভয় না পায় সে রকম পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষের সঙ্গী হিসেবে ছাত্রলীগ কাজ করবে।’
মিট দ্য প্রেস এ লিখিত বক্তব্যে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের গৌরবে গৌরবান্বিত পর্যটন নগরী কক্সবাজারে সাম্প্রদায়িক অপশক্তি অপরাজনীতির বহিঃপ্রকাশ স্বরূপ ভাংচুর-নাশকতা ও নৈরাজ্য চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রম ব্যাহত করছে। পাশাপাশি স্বাভাবিক জনজীবন দুর্বিসহ করে তুলেছে। এই অপশক্তির আস্ফালন প্রতিরোধে এবং নাশকতাকারীদের চিহ্নিত করার দৃপ্ত প্রত্যয়ে আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে এক ছাত্র সমাবেশের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। “জয় বাংলা বলে গাও প্রগতির গান, অপশক্তি বিনাশে চালাও অভিযান” শ্লোগানে অনুষ্ঠিতব্য উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সফল ছাত্রনেতা শাহাজাদা মহিউদ্দীন, প্রশান্ত ভূষণ বড়–য়া ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
আরো জানো হয় ছাত্রসমাবেশে ১০ ছাত্র যোগ দেয়ার আশা করা হচ্ছে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
মিট দ্য প্রেস এ উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হিল্লোল দাশ, বতর্মান সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ, সহসভাপতি শাহনিয়াজ মোবারেক হোসেন বারেক, কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এছাড়াও বিভিন্ন স্তরের আরো অনেক নেতা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন