অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভোর পাঁচটায়, দেখাবে স্টার স্পোর্টস

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এখন সাজসাজ রব। শহরটিতে অলিম্পিক হাওয়া ইতোমধ্যে বইতে ‍শুরু করেছে। বিভিন্ন দেশ থেকে অলিম্পিয়ানরা ধাপে ধাপে রিও ডি জেনেরিওতে হাজির হচ্ছেন। সেখানে গিয়ে অনুশীলন করছেন।

আগামী ৫ আগস্ট জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে অলিম্পিকের ৩১তম আসরের। তবে, বাংলাদেশ সময় এটি শুরু হবে ৬ আগস্ট ভোর পাঁচটায়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই অনুষ্ঠান দেখা যাবে স্টার স্পোর্টস ১,২,৩,৪ ও এইচডি চ্যানেলে। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টও দেখা যাবে এসব চ্যানেলে। দক্ষিণ এশিয়া থেকে অলিম্পিকের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

অলিম্পকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মারাকানা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৭৮ হাজার। ২০৭টি দেশ থেকে প্রায় সাড়ে দশ হাজার অ্যাথলেট এবার অলিম্পিকে অংশ নিচ্ছেন। ব্রাজিলে এবার প্রথমবারের মতো অলিম্পিক আসর বসছে। শুধু তাই নয়, দক্ষিণ আমেরিকাতে এবারই প্রথম অনুষ্ঠিত হবে বিশ্বের জনপ্রিয় এই ক্রীড়া ইভেন্ট।


শেয়ার করুন