অভিনব ভাসমান সড়ক

image (3)_119926_2তিন কিলোমিটার ভাসমান সড়ক তৈরি করে চমকে দিল ইতালি। এই সড়ক দিয়ে হাঁটা যায়। এটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। সড়কটি ইতালির লেক ইসিওতে। এই সড়ক দিয়ে হাঁটলে মনে হবে পানির উপর দিয়েই হাঁটছেন। মূল ভূখণ্ড থেকে তিন কিলোমিটার ভাসমান সড়ক একেবারে মিশেছে লেক ইসিওর ছোট্ট দ্বীপে।

এই অভিনব সড়কের আইডিয়া দিয়েছেন মার্কিন-বালগেরিয়ান শিল্পী ক্রিস্টো এবং তার প্রয়াত স্ত্রী জিন ক্লড। সড়ক তৈরি করা হয়েছে ১ লক্ষ বর্গ মিটারের ভাসমান পলিথিলিন দিয়ে।

image (1)_119926_0

মাসখানেক আগে উদ্বোধন হয় এই সড়ক। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই ভাসমান সড়ক।

মাত্র পাঁচ দিনের মধ্যে ২ লক্ষ ৭০ হাজার পর্যটক আসেন এখানে।

এমন রাস্তা বানানোর জন্য হঠাৎ এই লেক বাছলেন কেন ক্রিস্টো? উত্তরে তিনি জানান, এখানকার দ্বীপটি জলস্তর থেকে মাত্র একশো মিটার উপরে।

১৬ মিটার চওড়া ও ৫০০ সেন্টিমিটার পুরু এই ভাসমান সড়ক। অভিনব এই সড়কে দাঁড়িয়ে লেক ইসিওর দুর্দান্ত ভিউ পাওয়া যায়।


শেয়ার করুন