অভিজিতের বইয়ের প্রকাশকের উপর হামলা

নিহত লেSuddhaswar-1_খক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন কয়েকজন।

রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে। সেখানে শনিবার দুপুর আড়াইটার দিকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ কয়েকজন ছিলেন।

ওই সময় কয়েকজন দৃর্বৃত্ত হানা দেয় বলে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা কুপিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায় তারা।

পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ঢুকে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে বলে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে চতুর্থ তলায় শুদ্ধস্বরের কার্যালয়ে চাপ চাপ রক্ত দেখা যায়। হামলার সময় গুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন ওই ভবনের বাসিন্দারা।

রনদীপম বসু তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাকে, টুটুলকে ও তারেককে কোপানো হয়েছে।

আহমেদুর রশীদ টুটুল

আহমেদুর রশীদ টুটুল

বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর।

গত ফেব্রুয়ারিতে অভিজিৎ নিহত হওয়ার পর ফেইসবুকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

অভিজিৎ হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত ছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

টুটুলের উপর হামলাকারী কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


শেয়ার করুন