অবশেষে জিকু অস্ত্রসহ গ্রেফতার!

সিবিএন:
অবশেষে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান মনসুর আলমের (বলি মনসুর) ছেলে জুনাইদ হোসেন ‘জিকু নাটকের’ অবসান হয়েছে।
জিকুকে ১৭ জুলাই রবিবার ভোর চারটার দিকে ৫টি এলজি ও ১৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।
পরে, তার দেয়া তথ্য মতে ইসলামাবাদ সিকদারপাড়া থেকে কায়েস নামে আরেক যুবকে আটক করা হয়।
কায়েস ওই এলাকার মুহাম্মদ আলম সিকদারের ছেলে।
তারা দুইজনই বর্তমানে কক্সবাজারস্থ র‌্যাব-৭ ক্যাম্পেই রয়েছে।
র‌্যাব-৭ ক্যাম্পের কমান্ডার এসপি শরাফত সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে জুনাইদ হোসেন জিকুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কায়েসের বাড়ীর আঙ্গিনা থেকে ৫টি এলজি ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রসঙ্গ, জুনাইদ হোসেন জিকুকে ১৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদরের ইসলামাবাদ সিকদারপাড়াস্থ শ্বশুরবাড়ী থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ‘সাদা পোষাকধারী’ লোকজন তুলে নিয়ে যায়।
জিকুর নামে ডাকাতিসহ অর্ধ ডজনাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
তবে, রাতের আঁধারে তাকে কি জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়? তা নিয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় ছিল। এনিয়ে সদর থানায় ডায়েরী করা হয়।
এমনকি জিকু ‘বেঁচে আছে কিনা?’ তা নিয়ে সন্দেহ ছিল সবার।
বিভিন্ন প্রচার মাধ্যমে জিকু’র ‘গুলিবিদ্ধ লাশ উদ্ধার’ করা হয়েছে বলে সংবাদও প্রকাশ হয়।

এদিকে আটক কায়েসের মা বলেন, ‘আমার ছেলে দুই বছর ধরে অসুস্থ। সারাদিন ঘরেই থাকে। অসুস্থতার কারণে ব্যবসায়ও সময় দিতে পারেনা। দুই বছর বয়সী তার একটি ছোট ছেলে রয়েছে।
তিনি কাতর কণ্ঠে বলেন, আমার ছেলে নিরপরাধ। অপরাধী হলে ঘরে থাকত না। তার কোন মামলা নেই। সন্ত্রাসী জিকুই আমার ছেলেকে পরিকল্পিতভাবে ফাসিয়েছে।
তিনি ‘নিরপরাধ’ ছেলের মুক্তি দাবী করেন

–সিবিএন


শেয়ার করুন