ঈদগড়ে

অপহৃত চার ব্যক্তি মুক্তিপণ দিয়ে মুক্ত

imagesনিজস্ব প্রতিনিধি :

ঈদগড়ে অপহৃত চার ব্যক্তিই অবশেষে মুক্তিপণ দিয়েই অপহরণকারীদের খপ্পর থেকে ছাড়া পেয়েছে। ১১ অক্টোবর মধ্যরাতে ধানক্ষেত পাহারারত অবস্থায় গাছের উপর তৈরি টংঘর থেকে ঈদগড় ১নং ওয়ার্ডের ধুমছাকাটা এলাকার বাসিন্দা ছগির আহমদের পুত্র নুরুল আজিম, মকবুল আহমদের পুত্র শাহ আলম মিস্ত্রী, নুর হোছনের পুত্র জাফর আলম ও আবদু শুক্কুরকে কথিত অপহরণকারীচক্ররা অপহরণ করে নিয়ে যায়।

 মোটা অংকের টাকা দিয়ে ১২ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তারা ছাড়া পান। বিষয়টি নিয়ে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ইউছুপের মতে, তিনি অপহরণ ঘটনার পর থেকে রামু থানার এএসআই জাহেদের নেতৃত্বে পুলিশের একটি টীম সার্বক্ষনিক পাহাড়ী এলাকায় অভিযান অব্যাহত রেখেছিল।

উক্ত অভিযানের ফলে অপহরণকারীরা আতঙ্কিত হয়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়।


শেয়ার করুন