অন্যায়ভাবে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না

13900589_1756725841282678_306653187_nসংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্্রাসা উদ্যোগে সারাদেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে আলির জাঁহাল স্টেশন চত্বরে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শাহাব উদ্দিন সিকদারের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতি বলেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। পবিত্র কুরআনের এই উদ্বৃতি দিয়ে বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তারা প্রকৃত ইসলামকে প্রশ্নবোধক করেছে, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হীন পায়তারার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
প্রায় সহশ্রাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী এবং সকলস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক, সহ-সুপার মাওলানা শফিউল আলম, শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম, ফরিদুল আলম প্রমুখ।


শেয়ার করুন