অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের পরিবর্তে ভারতে!

cricket-mizan.jpg_lg20151001035740-400x240অস্ট্রেলিয়ার সফর বাতিলের পরপরই যে শঙ্কাটা বারবার মনে আসছিলো, সেটিই সত্যি হতে চলেছে এবার। আগামী বছর থেকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেয়া হতে পারে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর তা আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত। শ্রীলঙ্কার বিষয়টিও মাথঅয় রাখা হচ্ছে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। ২৪ জানুয়ারি ওই টুর্নামেন্ট শুরু হওয়ার কথঅ ছিল।
ভারতের মিররসহ প্রভাবশালী বেশিকিছু সংবাদমাধ্যমে এ বিষয় নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে ভারত কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে টুর্নামেন্টটি। এমনকি হতে পারে সংযুক্ত আরব আমিরাতেও।
তবে সবকিছুই নির্ধারণ করছে আসন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) মিটিংয়ে। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মূলত, দক্ষিণ আফ্রিকা বিশেষ করে বাংলাদেশের বর্তমান নিরাপত্তাবিষয়ক গুজবের কারণেই এমন কিছু ভাবতে চলেছে আইসিসি। বাংলাদেশের পর আইসিসির প্রথম পছন্দ ভারত। তবে ভারত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই টুর্নামেন্টটি আয়োজন করার ব্যাপারে আগ্রহ দেখাবেন কিনা, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, শেষমুহুর্তে অস্ট্রেলিয়ার সফর স্থগিত ও পরবর্তিতে দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিত; সব মিলিয়েই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন আইসিসি। আসছে বছরের জানুয়ারি মাসে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
সূত্র: মুম্বাই মিরর


শেয়ার করুন