অনিবন্ধিত সিমটি পুনরায় বিক্রি করা যাবে

tarana-550x344সিটিএন ডেস্ক:
নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন, তবে মোবাইল অপারেটরেরা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার (৩১ মে) দিনগত মধ্যরাত সিম পুনঃনিবন্ধনের সময় শেষ হচ্ছে। এবার আর সময় বাড়ানো হবে না। পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনগত মধ্যরাতের ‘জিরো আওয়ার’ থেকে বন্ধ হয়ে যাবে সব অনিবন্ধিত সিম। মঙ্গলবার ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের (স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড) পর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন হয়নি এমন সব সংযোগ নিস্ক্রিয় হয়ে যাবে।
সম্প্রতি বিটিআরসি থেকে সব মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুয়ায়ী, এ পর্যন্ত মোট পুনঃনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে ১০ কোটি ৯ লাখ সিমের। বাকি রয়েছে ৩ কোটি ৩০ লাখ।
এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা এ প্রসঙ্গে বলেন, নির্ধারিত সময়ে অনিবন্ধিত সিম বন্ধ করার সব ধরনের কারিগরি প্রক্রিয়া শেষ হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সেটি যথাসময়ে কার্যকর করা হবে।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, অনিবন্ধিত সিম বন্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে, এ প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকবে না।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, এখনো বাকি আছে প্রায় ৩ কোটি নিবন্ধন। কিন্তু আজকের পর সে সংখ্যাটা আরো কমে যাবে। তবে যারা নিবন্ধন সম্পন্ন করেনি তাদের সিম নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যাবে।
বিটিআরসি সূত্র জানায়, ১ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হওয়া শুরু হলেও প্রবাসী ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সিমগুলো পরবর্তী ১৮ মাস পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে বাধ্যতামূলক তাদের সিম পুনঃনিবন্ধন করতে হবে। তবে বন্ধ হওয়া সিম পুনঃনিবন্ধনের আগ পর্যন্ত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেড় বছর পরও যদি তারা সিম পুনঃনিবন্ধন করতে ব্যর্থ হন, তবে তখন তাদের সিমগুলো অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, যারা ৩১ মে’র মধ্যে সিম পুনঃনিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের সিম বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহৃত নম্বরগুলো আপাতত কাউকে দেওয়া হবে না। তারা নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় চাইলে পুরোনো নম্বরটি চেয়ে নিতে পারবেন।


শেয়ার করুন