৬ লাখ পেরিয়ে গেল করোনায় প্রানহানির সংখ্যা

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ডেস্ক নিউজঃ

করোনার তাণ্ডব যেন কোনোভাবেই কমছে না। উল্টো বেড়ে চলেছে বিদ্যুৎ গতিতে। বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখে পৌঁছাতে চারদিনের কিছু বেশি সময় লেগেছে। সর্বশেষ ১০ লাখ রোগী পেতে বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১০০ ঘণ্টা। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। প্রাণ গেছে ৫ হাজার মানুষের; নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের মতো। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। রোববার (১৯ জুলাই) ভোরে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ছাড়িয়ে যায়।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে তার এক চতুর্থাংশেরও বেশি মিলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোববার সকাল পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে এক লাখ ৪২ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। কেবল শনিবারই দেশটিতে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৫৯ জন নতুন রোগী। সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও অবশ্য টলানো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সংক্রমণ না কমা পর্যন্ত মার্কিনিদের বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দিতে তাকে রাজি করানো যায়নি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট ও তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফের সচলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিধিনিষেধ শিথিলের নানান উপায়ও খুঁজছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

করোনাভাইরাসে ১০ জানুয়ারি প্রথম মৃত্যুর কথা জানা যায়। প্রাণঘাতী এই মহামারি বিশ্বের ৬ লাখের (৬ লাখ ৪ হাজার ১৫০ জন) বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৬ হাজার ৬১১ জন। যুক্তরাষ্ট্রের পর শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলেও মৃত্যুর সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। লাতিন আমেরিকার এ দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপের বিরোধী ছিলেন। মতের মিল না হওয়ায় দুই দফায় স্বাস্থ্যমন্ত্রীও বদলেছেন তিনি। বিশ্বের দেশগুলোর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন প্রতিদিনই গড়ে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশে তুলনামূলক কম শনাক্তকরণ পরীক্ষা ও উপসর্গবিহীন রোগীর কারণে সরকারি হিসাবে আসা সংখ্যা মোট আক্রান্তের চেয়ে অনেক কম বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিগত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭০৯ জনকে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ দুই হাজার ৬৬ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৯৮ জন।


শেয়ার করুন