শহর প্রতিনিধিঃ
সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
লাইফগার্ড কর্মীরা জানিয়েছে, নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর তার মরদেহ ওই পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
বাপ্পী রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার শামসু আলমের ছেলে। সে রামু কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার হলেও শাহেদ হোসেন স্রোতের টানে হারিয়ে যায়। দেড় ঘন্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।