সাংবাদিক আব্দুল মোনায়েমের ইন্তেকালে শহর জামায়াত’র শোক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ রোববার বেলা ২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ককক্সবাজার শহর শাখা।

সাংবাদিক আবদুল মোনায়েম খান দীর্ঘদিন ধরে ইংরেজী দৈনিক ‘দ্য ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস’ কক্সবাজার প্রতিনিধি, দৈনিক কালের কন্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ডেইলি স্টার এবং ডেইলি সানেরও প্রতিনিধি ছিলেন।

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সিনিয়র সদস্য আবদুল মোনায়েম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সসবাজার শহর শাখার আমীর সাইদুল আলম ও সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক।

এক বিবৃতিতে নেতাদ্বয় মরহুম সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।


শেয়ার করুন