মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নাশকতার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় গত ২৮ অক্টোবর দায়েরকরা ৮৪/২০১৮ নং মামলায় কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জি এম রহিম উল্লাহ আগাম জামিন লাভ করেছেন।
৫ নভেম্বর সোমবার হাইকোর্টের ১৯ নং আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের বেন্ঞ্চে জি এম রহিম উল্লাহ আগাম জামিন প্রাথর্না করলে আদালত শুনানী শেষে মামলার চার্জশীট হওয়া পযর্ন্ত তাঁকে আগাম জামিন মন্জুর করেন।
হাইকোর্টে জি এএম রহিম উল্লাহ’র পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিসটার মওদুদ আহমদ , এড. ফরিদ উদ্দিন খান এবং এড. রিদোয়ানুল করিম। এই মামলায় জি এম রহিম উল্লাহ এজাহারভূক্ত আসামী না হলেও এজাহারের বর্ননায় তাঁকে ঘটনার পরিকল্পনাকারী, পরামর্শদাতা ও হকুমদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।